যুক্তরাষ্ট্র-কানাডায় পাচার অর্থ ফেরাতে দুদককে সহায়তা করবে এফবিআই

যুক্তরাষ্ট্র ও কানাডায় পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সহায়তা করবে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

অর্থ পাচার মোকাবিলায় দুদক তদন্তকারীদের দক্ষতা বাড়াতে মার্কিন দূতাবাস আয়োজিত 'প্রটেক্টিং পাবলিক ইনটেগরিটি: ইনভেস্টিগেটিং অ্যান্ড প্রসিকিউটিং কমপ্লেক্স করাপশন কেসেস' শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণে এফবিআই কর্মকর্তারা এ কথা জানান।

প্রশিক্ষণে অংশ নেওয়া দুদকের এক কর্মকর্তা প্রশিক্ষকদের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারকে বলেন, 'তারা আমাদের বলেছেন, জটিল দুর্নীতির মামলার ক্ষেত্রে এফবিআইয়ের সঙ্গে যৌথ তদন্ত দল গঠন করতে পারে দুদক।'

তিনি আরও বলেন, 'এ ধরনের ক্ষেত্রে এফবিআই যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বা হুন্ডিতে পাচার হওয়া অর্থ উদ্ধার ও ফ্রিজ করতে সহায়তা করবে এবং সংশ্লিষ্ট কাগজপত্র দুদকে পাঠাবে। পারস্পরিক আইনি সহায়তার অনুরোধে তারা সেখান থেকে দুদককে সহায়তা করবে এবং দ্রুতই সেসব তথ্য পাঠাবে।'

গত ১৯ মে থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে দুদকের মোট ২০ জন তদন্তকারী কর্মকর্তা অংশ নেন।

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

6h ago