রূপপুর প্রকল্পে রুশ কর্মীর মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। চিকিৎসকদের ধারনা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

তার নাম ইভানভ অ্যান্টন (৩৩)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রোসেম নামের একটি প্রতিষ্ঠানে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'রোববার রাতে ঈশ্বরদীর নতুনহাটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদেশি কর্মীদের আবাসন প্রকল্প গ্রিন সিটির একটি ভবনের লিফটের সামনে থেকে ওই রুশ কর্মী অসুস্থ হয়ে পড়ে যান। পরে তাকে সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সহকর্মীরা প্রকল্প কর্মকর্তাদের জানান। প্রকল্পের চিকিৎসকরা এসে তাকে মৃত ঘোষণা করেন।'

চিকিৎসকদের বরাত দিয়ে ওসি আরও জানান, 'হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকালে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।'

ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় তার মরদেহ নিজ দেশে পাঠানো হবে বলেও জানান ওসি।

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

26m ago