পাবনায় ইট দিয়ে শিক্ষকের মাথায় আঘাতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

পাবনা
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনায় ইট দিয়ে এক শিক্ষকের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে এক যুবদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। 

আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত রাজীব বিশ্বাস ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। অভিযুক্ত নয়ন হোসেন ফরিদপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দাবিতে শিক্ষকদের শাটডাউন কর্মসূচি চলায় সকালে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের করে দিচ্ছিলেন শিক্ষকরা। প্রধান শিক্ষক আব্দুর রবের মাধ্যমে বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে শিক্ষার্থীদের আবার স্কুলে ডেকে এনে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলার কথা জানতে পেরে উপজেলার কয়েকশ শিক্ষক তখন সেখানে উপস্থিত হন।

আহত শিক্ষক রাজীব দ্য ডেইলি স্টারকে বলেন, 'উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নয়ন, জবা ও বেশ কয়েকজন নেতাকর্মী স্কুলে এসে শিক্ষকদের ওপর চড়াও হন। এসময় তারা আমার মাথায় ইট দিয়ে আঘাত করেন।'

তিনি আরও বলেন, 'চলমান শাটডাউনে পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল। সে সিদ্ধান্ত না মেনে প্রধান শিক্ষক পরীক্ষা নিচ্ছিলেন। আমরা সেখানে উপস্থিত হলে তিনি সন্ত্রাসী ডেকে এনে আমাদের মারধর করেন।'

জানতে চাইলে ফরিদপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নয়ন ডেইলি স্টারকে বলেন, 'আমরা জানতে পারি সহকারী শিক্ষকরা শিশু শিক্ষার্থীদের আটকে রেখেছে। বিষয়টি দেখতে গেলে শিক্ষকরা আমাদের ওপর চড়াও হন। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থতির সৃষ্টি হয়।'

যোগাযোগ করা হলে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি।'
 

Comments

The Daily Star  | English
Attack on The Daily Star office

Unbowed

Mobs vandalise, torch The Daily Star, Prothom Alo offices in nightlong mayhem; 28 Star journos rescued after being trapped for hours on rooftop

9h ago