পল্লবীতে যুবদল নেতাকে হত্যার পর পালানোর সময় রিকশাচালককে গুলি

ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া নিহতের ঘটনায় মো. আরিফ নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন।

আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

আরিফকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. পিয়বরুল ইসলাম জানান, ঘটনার সময় অটোরিকশাচালক আরিফ মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লক ও এ ব্লকের মাঝামাঝি রাস্তায় ছিলেন। সেসময় হেলমেট পরা দুজন ব্যক্তি রিকশায় উঠে দ্রুত যেতে বলে। না গেলে গুলি করার হুমকি দেন। দেরি হওয়ায় আরিফের পিঠে গুলি করে তারা পালিয়ে যান। আরিফের বাসা মিরপুর ১২ নম্বর সেকশনে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, পল্লবী এলাকা থেকে গুলিতে আহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়।

এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাম কিবরিয়া একটি হার্ডওয়্যার দোকানে প্রবেশ করার কয়েক সেকেন্ড পরই হেলমেট পরা তিনজন সেখানে প্রবেশ করেন। তারা কিবরিয়াকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়েন এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

কিবরিয়াকে হত্যার ঘটনা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএনপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোকসেদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago