নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা শুরু

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি সামরিক জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখা যাচ্ছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে 'শক্তিশালী ও প্রাণঘাতী হামলা' শুরু করেছে যুক্তরাষ্ট্র। 

বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন।

তিনি আইএসকে 'সন্ত্রাসী নিকৃষ্ট দল' বলে উল্লেখ করেন এবং অভিযোগ করেন যে, তারা মূলত নিরীহ খ্রিস্টানদের টার্গেট করে নির্মমভাবে হত্যা করছে।

ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনী 'একাধিক নিখুঁত হামলা' চালিয়েছে। পরে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) জানায়, বৃহস্পতিবারের এই হামলা নাইজেরিয়ার সঙ্গে সমন্বয় করে সোকোতো রাজ্যে চালানো হয়েছে।

নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগার বিবিসিকে বলেন, এটি একটি 'যৌথ অভিযান' ছিল, যা 'সন্ত্রাসীদের' লক্ষ্য করে চালানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এর সঙ্গে কোনো নির্দিষ্ট ধর্মের সম্পর্ক নেই।

ভবিষ্যতে আবার হামলা হতে পারে কি না—এই প্রশ্নে তুগার বলেন, তা দুই দেশের নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

বৃহস্পতিবার রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, 'আমার নেতৃত্বে আমাদের দেশ কখনোই উগ্র ইসলামি সন্ত্রাসবাদকে বেড়ে উঠতে দেবে না।'

গত নভেম্বরে ট্রাম্প মার্কিন সেনাবাহিনীকে নাইজেরিয়ায় ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।

তখন তিনি কোন হত্যাকাণ্ডের কথা বলছিলেন, তা স্পষ্ট করেননি। তবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের কিছু ডানপন্থী মহলে নাইজেরিয়ার খ্রিস্টানদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ছড়িয়ে পড়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার বলেন, তিনি 'নাইজেরিয়া সরকারের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ'।

তিনি এক্সে লিখেন, 'মেরি ক্রিসমাস!'

এরপর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর একটি সংক্ষিপ্ত ও গোপন নয় এমন ভিডিও প্রকাশ করে, যেখানে একটি সামরিক জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখা যায়।

 

Comments