রাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থীর 

ছবি: নূর আহসান মৃদুল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি (সহ-সভাপতি) প্রার্থী শেখ নূর উদ্দিন (আবির)।

জুবেরি ভবনের ভোটকেন্দ্র পরিদর্শনের পর শেখ নূর উদ্দিন আবির অভিযোগ করেন, এজেন্টদের ছবি-সংবলিত ভোটার তালিকা দেখার অনুমতি দেওয়া হচ্ছে না। 

তিনি বলেন, এ বিষয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করেছেন, যিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।

তবে ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু মনে হয়েছে। 

তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়া যদি অবাধ ও গণতান্ত্রিক থাকে, তাহলে তারা ফলাফল মেনে নেবেন।

এদিকে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এর আগে বলেন, আমরা চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এর মধ্যে রয়েছে ভোটারদের নাম ও ছবি সরকারি তালিকার সঙ্গে যাচাই করার বিষয়টি। তাই ভুয়া বা একাধিক ভোট দেওয়ার কোনো ঝুঁকি নেই।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

সকাল ৯টায় এই ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের নয়টি অ্যাকাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে স্থাপিত ৯৯০টি বুথে ভোটগ্রহণ চলছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Comments

The Daily Star  | English

'Some of your men are working in favour of a particular party'

Jamaat tells chief adviser; presses for constitutional recognition of July Charter

58m ago