ওডেসায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া

ওডেসার জাকোতা এলাকায় রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হোটেলে আগুন নেভাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা। ছবি: ওডেসা সিটি কাউন্সিল

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বন্দরনগরী ওডেসায় রাশিয়া নতুন করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ওডেসার আঞ্চলিক সেনা প্রশাসন।

আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন মতে, ওডেসার আঞ্চলিক সেনা প্রশাসনের মুখপাত্র সেরগেই ব্রাতচুক গণমাধ্যমকে বলেছেন—গতকাল সোমবার রুশ সেনাবাহিনী একটি যুদ্ধবিমান থেকে ওডেসার একটি শপিং মল ও ২টি হোটেলে ৩টি হাইপারসনিক 'কিনঝাল' ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ক্ষেপণাস্ত্রগুলো 'পর্যটকদের স্থানে' আঘাত করেছে বলে জানান তিনি।

ব্রাতচুক আরও বলেন, 'ক্ষেপণাস্ত্র হামলার পর ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

সিএনএন আহতদের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

ক্ষেপণাস্ত্র আঘাতের স্থান সম্পর্কে সেনা মুখপাত্র সুনির্দিষ্ট করে বলতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ২টি ভিডিও সিএনএন যাচাই করে দেখেছে।

ভিডিওতে একটি ক্ষতিগ্রস্ত হোটেলের দৃশ্য দেখানো হয়েছে।

এ নিয়ে রুশ বাহিনী ওডেসা অঞ্চলে ২টি হোটেলে হামলা চালিয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, হোটেলগুলোয় কারা থাকেন বা কেন সেগুলোয় হামলা চালানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

ইউক্রেনের আর্মড ফোর্সেস সাউদার্ন অপারেশনাল কমান্ড গণমাধ্যমকে জানিয়েছে, একটি শপিং মলে ৭টি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। এতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

Comments