বরিস জনসন সবচেয়ে সক্রিয় রুশবিরোধী নেতা: ক্রেমলিন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে সবচেয়ে সক্রিয় রুশবিরোধী নেতা হিসেবে আখ্যা দিয়েছে ক্রেমলিন।

আজ বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে রুশ সংবাদসংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

পেসকভ বলেন, 'রাশিয়া বিরোধী হওয়ার দৌড়ে আমরা সবচেয়ে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে বরিস জনসনকে দেখি।'

'এটি পররাষ্ট্র নীতিকে শেষ পরিণতির দিকে নিয়ে যাবে', যোগ করেন তিনি।

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, আজ এলবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন বরিস জনসন।

নগদ মজুদের পাশাপাশি সোনার মজুদ ব্যবহার করা থেকে মস্কোকে বিরত রাখতে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।   

এ ছাড়া, আজ যুক্তরাজ্য একটি বেসরকারি সামরিক সংস্থা এবং একটি ব্যাংকসহ রাশিয়ার আরও ৬৫টি গ্রুপ ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

 

Comments

The Daily Star  | English

Can economy turn around in 2026?

A full economic turnaround may take time, as any new government will need time to implement policies

15h ago