২৬০০ রুশ সেনা ও তাদের পরিবারের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

বুচায় রুশ সেনারা গণহত্যা চালিয়েছে বলে ইউক্রেন দাবি করেছে। ছবি: রয়টার্স

ইউক্রেনের বুচা শহরে 'যুদ্ধাপরাধের' অভিযোগ এনে প্রায় ২ হাজার ৬০০ রাশিয়ান ও বেলারুশিয়ান সামরিক কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ঘোষণা দিয়েছেন বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।

নতুন আরোপ করা ভিসা বিধিনিষেধের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রুশ সামরিক বাহিনীর ২ হাজার ৫৯৬ সদস্য এবং বেলারুশের ১৩ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সেনা সদস্যদের পরিবারের সদস্যরাও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, 'রুশ সামরিক অভিযানে বুচায় যারা সাধারণ নাগরিকের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।'

সম্প্রতি রয়টার্স বুচা দখল করা সেনাদের বিস্তারিত উল্লেখ করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, রুশ সেনারা বুচা ছেড়ে যাওয়ার পর শত শত বেসামরিক লোককে সেখানে মৃত অবস্থায় পাওয়া গেছে।

রুশ কর্মকর্তারা অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।

Comments

The Daily Star  | English

July charter proposals handed over to CA

National Consensus Commission will brief the media on the chart at the Foreign Service Academy in the afternoon

18m ago