ঘরে বসে খেলা দেখবেন নোভাক জোকোভিচের বাবা

শ্রীজান জোকোভিচ
নোভাক জোকোভিচের বাবা শ্রীজান জোকোভিচ। ছবি: সংগৃহীত

নোভাক জোকোভিচের বাবা শ্রীজান জোকোভিচ বলেছেন যে তিনি আজ শুক্রবার তার ছেলের সেমিফাইনাল খেলা ঘরে বসে দেখবেন। 

বিতর্কিত ভিডিও নিয়ে গোটা অস্ট্রেলিয়ায় নিন্দা ও ক্ষোভ শুরু হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

আজ শুক্রবার রাতে মেলবোর্ন পার্কে নোভাক জোকোভিচ আমেরিকান টমি পলের সঙ্গে সেমিফাইনাল খেলবেন।

জোকোভিচের বাবা এক বিবৃতিতে বলেন, 'আমার ছেলের জন্য বা অন্য খেলোয়াড়ের জন্য আজকের রাতের সেমিফাইনালে কোনো বাধা নেই। আমি বাড়ি থেকে খেলাটি দেখব।'

অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়ানপন্থী দর্শকদের সঙ্গে ছবি তোলার পর জোকোভিচের বাবার  বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। 

অস্ট্রেলিয়ায় ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যাসিল মাইরোশনিচেঙ্কো বুধবার রাতে মেলবোর্ন পার্কের বাইরে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থকদের সঙ্গে দাঁড়ানোর জন্য ওপেন থেকে জোকোভিচের বাবাকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন।

টেনিস অস্ট্রেলিয়া আজ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার রাতের ঘটনার পর আমরা বিক্ষোভের প্ররোচনাকারীদের অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ এবং আমাদের নিরাপত্তা দলের সঙ্গে কাজ করছি।

এতে আরও বলা হয়, পুরো ইভেন্ট জুড়ে আমরা খেলোয়াড় ও তাদের দলের সঙ্গে ব্যাঘাত সৃষ্টি করে এমন কোনো কার্যকলাপে জড়িত না হওয়ার গুরুত্ব সম্পর্কে কথা বলেছি।

জোকোভিচের বাবা জোর দিয়ে বলেছেন, তিনি শুধু ৯ বার ওপেন জয়ী ছেলেকে সমর্থন করার জন্য মেলবোর্নে ছিলেন।

'এই ধরনের শিরোনাম হওয়া বা বিঘ্ন ঘটানো আমার কোনো উদ্দেশ্য ছিল না,' বিবৃতিতে তিনি বলেন।

'আমি নোভাকের ভক্তদের সঙ্গে বাইরে ছিলাম। যেমনটি আমি আমার ছেলের সব ম্যাচের পর তার জয় উদযাপন করতে এবং তাদের সঙ্গে ছবি তোলার জন্য থাকি,' যোগ করেন তিনি।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

3h ago