ইতালিতে ভেনিস বাংলা স্কুলের ইফতার মাহফিল

বাংলা স্কুলের নিজস্ব কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে বক্তৃতা করেন স্কুল কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার এবং গবেষক কামরুল হাছান। ছবি: সংগৃহীত
বাংলা স্কুলের নিজস্ব কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে বক্তৃতা করেন স্কুল কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার এবং গবেষক কামরুল হাছান। ছবি: সংগৃহীত

ইতালির ভেনিস বাংলা স্কুল গতকাল বুধবার ইফতার মাহফিলের আয়োজন করে। এসময় বাংলাদেশসহ বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দোয়া করা হয়।

বাংলা স্কুলের নিজস্ব কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে বক্তৃতা করেন স্কুল কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার এবং গবেষক কামরুল হাছান।

কামরুল হাছান এসময় ইসলামের সৌন্দর্য তুলে ধরে ইসলামের ৫ স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ রোজার উদ্দেশ্য, লক্ষ্য উল্লেখ করে বলেন, রোজা আমাদের আত্ম সংযম বা আত্মনিয়ন্ত্রণ শেখায়। যা বিশ্ব মানব সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্কুল কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার উপস্থিত ব্যক্তিদের কাছে বাংলা স্কুলের কার্যক্রম তুলে ধরেন এবং সবাইকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ঈদগাহতে দাওয়াত দেন।

স্কুল কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন, বেল্লাল হোসেন ঢালি, পলাশ রহমান, হান্নান মিয়া, সোহেলা আক্তার বিপ্লবী, মোহাম্মদউল্লাহ সোহেল, কবির মাহমুদ, শহিদুল ইসলাম সুজন, আবদুর রহমান, মেহেরুন নেসা, কাজী টিপু ও রওশনারা।

ইতালীয় নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জান ফ্রাংকো বোনেচ্ছো, জান লুকা মারেল্লো, বেল্লাতো জাকমো, এসপানো আনতোনিয়, মাচ্ছা এর দিয়ানে, কিনেল্লাতো মোরেনো, ফাবিয় প্রেয়ো, আন্না পালমা, মানুয়েলা জারদানো, ফাবিয়ো, আলবেরত গ্রেগালিয়া, প্রমূখ।

ইফতারে বাংলাদেশের ট্র্যাডিশনাল খাবার পরিবেশন করা হয়।

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago