প্রথম দিনে ২ ফ্লাইটে ৮২৯ হজযাত্রী জেদ্দায়

জেদ্দায় হজযাত্রীদের স্বাগত জানান সৌদি হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে প্রথম ২ ফ্লাইটে মোট ৮২৯ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন।

আজ রোববার বাংলাদেশ বিমানের ২টি ফ্লাইটে জেদ্দা বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

এর মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথম ফ্লাইটে ৪১৪ জন এবং সাড়ে ১১টায় দ্বিতীয় ফ্লাইটে ৪১৫ জন হজযাত্রী জেদ্দা পৌঁছান।

হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আবদুলফাত্তাহ বিন সুলাইমান মাশাত ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, 'হজযাত্রীদের সুষ্ঠু ও সুন্দরভাবে হজ পালনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।'

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন পবিত্র হজ পালন করবেন।

লেখক: সৌদি আরব প্রবাসী বাংলাদেশি সাংবাদিক

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago