মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৮ অভিবাসী আটক

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায় গ্রেপ্তার
স্টার ডিজিটাল গ্রাফিক্স

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৮ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শনিবার ভোরে অভিযান চালিয়ে পেরাক রাজ্যের ইমিগ্রেশন বিভাগ তাদের আটক করে।

পেরাকের ইমিগ্রেশন ডিরেক্টর মেওর হিজবুল্লাহ মেওর আবদ মালিক এক বিবৃতিতে বলেছেন, পেরাকের একটি ফ্ল্যাটে অভিযানের সময় ৩৫৮ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে ১৫৮ জন বৈধ ভিসা বা পারমিট ছাড়াই মালয়েশিয়ায় বসবাস করছিলেন। তাদের অনুমোদিত সময়সীমা অতিক্রম হওয়ায় তাদের আটক করা হয়।

আটকরা ইন্দোনেশিয়া, নেপাল, মিয়ানমার, বাংলাদেশ, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের নাগরিক। তাদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

9h ago