কুয়েতে সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত উন্মুক্ত জায়গায় কাজে নিষেধাজ্ঞা

কুয়েত সিটি। রয়টার্স ফাইল ছবি

তীব্র গরমে কুয়েতে পাঁচ ঘণ্টা উন্মুক্ত জায়গায় কাজে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। শ্রম আইনের মানদণ্ড ও শ্রমিকদের স্বাস্থ্য বিবেচনায় জুন, জুলাই এবং আগস্ট এই তিন মাস সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা।

কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত পরিচালক মারজুক আল-ওতাইবি জানান, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজের জায়গাগুলোতে সরেজমিনে পরিদর্শন করা হবে।

তিনি বলেন, এই সিদ্ধান্ত অমান্য করলে সতর্ক করা হবে। আবার অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। গ্রীষ্মে সূর্যের তীব্র রোদ থেকে কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত। কুয়েতের অনেক কোম্পানি আগের বছরগুলোতে এই সিদ্ধান্ত ভালোভাবে গ্রহণ করেছে বলে জানান তিনি।

শনিবার মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে তাপমাত্রা প্রায় ৪৯.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় - যা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ তাপমাত্রায় প্রথম স্থানে আছে ইরানের ওমিদিয়াহ শহর। শনিবার সেখানে পারদ ৫১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এরপর ইরাকের বসরা শহরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৫০ ডিগ্রি সেলসিয়াস।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

5m ago