অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় মেয়াদে আলবানিজের জয়

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে অ্যান্টনি আলবানিজ দ্বিতীয় মেয়াদে ঐতিহাসিক জয়লাভ করেছেন।

তিনি ১৫০টি আসনের মধ্যে ৮৪টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন।

আলবানিজ হলেন প্রথম অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী যিনি ২০০৪ সালের পর থেকে টানা দুইবার প্রধানমন্ত্রী হলেন।

এবারের নির্বাচনে লেবার পার্টির অবস্থান এতটাই শক্ত ছিল যে, ট্রাম্পের কট্টর সমর্থক বিরোধীদলীয় নেতা পিটার ডাটন তার নিজের আসনটিও হারিয়েছেন।

পিটার ডাটন নিজের ও তার দলের পরাজয় স্বীকার করার পর অ্যান্টনি আলবানিজ স্থানীয় সময় রাত ১০টায় জয়ী দাবি করেন।

বিজয়ী ভাষণে তিনি বলেন, 'বিশ্বব্যাপী অনিশ্চয়তার এই সময়ে অস্ট্রেলিয়ানরা আশাবাদ এবং সংকল্প বেছে নিয়েছে।'

'মূল্যবোধগুলোকে পরিবেশন করতে, চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে, সুযোগগুলোকে কাজে লাগাতে, উন্নত এবং শক্তিশালী ভবিষ্যত গড়ে তুলতে অস্ট্রেলিয়ানরা লেবার সরকারকে বেছে নিয়েছে,' যোগ করেন তিনি।

আলবানিজ সরকার নির্বাচনী প্রচারে মজুরি বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির চাপ কমানোর ওপর জোর দিয়েছিল।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা ডাটন ঘোষণা করেছিলেন, তার দল নির্বাচিত হলে কয়েক হাজার সরকারি কর্মচারীদের জন্য বাড়ি থেকে কাজ বন্ধ করার সুপারিশ করবে এবং রাজধানী ক্যানবেরায় ৪১ হাজার সরকারি কর্মচারীকে ছাঁটাই করবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি ছিল তার আত্মঘাতি প্রচারাভিযান এবং পরাজয়ের প্রধান কারণ। এছাড়া, ডাটন এবং তার দল অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত।

অন্যদিকে লেবার পার্টি নিজেদের অভিবাসনবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ নিজেও একজন অভিবাসী। তিনি ইংরেজি ভাষাভাষী নন। তার বাবা ইতালিয়ান।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

ROs cancel 723 nominations after scrutiny

Returning officers have cancelled 723 nominations out of 2,568 submitted across the country, the Election Commission (EC) said yesterday.

9h ago