‘কোনো দূতাবাসের কোনো কর্মকর্তা কোনো প্রবাসী বাংলাদেশির সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না’

প্রীতি সম্মিলনে বক্তব্য রাখছেন গোলাম মোর্তোজা। ছবি: নিহার সিদ্দিকী

'ড. ইউনূস সরকারের অঙ্গীকার, প্রবাসীদের সমস্যা সমাধানে আন্তরিক হতে হবে। কোনো দূতাবাসের কোনো কর্মকর্তা কোনো প্রবাসী বাংলাদেশির সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না।'

আজ বুধবার নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত বিশেষ প্রীতি সম্মিলনে এ মন্তব্য করেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার (সচিব পদমর্যাদায়) ও সাংবাদিক গোলাম মোর্তোজা।

তাকে ঘিরেই আয়োজিত এই সম্মিলনে অংশ নেন প্রবাসী সাংবাদিক, সম্পাদক, টেলিভিশন ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা।

প্রীতি সম্মিলনে অংশ নেওয়া প্রবাসী সাংবাদিক, সম্পাদক, টেলিভিশন ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা। ছবি: নিহার সিদ্দিকী

অনুষ্ঠানে সদ্য দায়িত্বপ্রাপ্ত নিউইয়র্কের কনসাল জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত অতিথিদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন। আয়োজনে তিনি গোলাম মোর্তোজার দীর্ঘ সাংবাদিকতা জীবনের অবদানের কথা তুলে ধরেন।

গোলাম মোর্তোজা তার বক্তব্যে বলেন, 'বাংলাদেশের প্রতিটি দূতাবাস বা কনস‍্যুলেট অফিস মূলত প্রবাসী বাংলাদেশিদের। প্রবাসীদের এনআইডি কার্ড প্রদান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে।'

গোলাম মোর্তোজা ওয়াশিংটন দূতাবাসে যোগ দেওয়ার আগে দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক ছিলেন। তিনি সাপ্তাহিক বিচিত্রা ও সাপ্তাহিক ২০০০-এ সাংবাদিকতা করেছে এবং টেলিভিশন টকশোর আলোচক হিসেবেও সুপরিচিত।

উপস্থিত সাংবাদিকদের সঙ্গে গোলাম মোর্তোজার স্মৃতিচারণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক, টিভি মালিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সরব উপস্থিতি আয়োজনে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

40m ago