কড়াইল থেকে প্যারিস: গ্রাঁ পালে এক আশার গল্প

দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের (ডিবিএফ) সহায়তায় বাংলাদেশের শিল্পী সুবর্ণা মোর্শেদা তার শিল্পপ্রকল্প 'অ্যাগেইনস্ট অল অডস দ্য কড়াইল ক্রনিকলস' উপস্থাপন করেছেন প্যারিসের গ্রাঁ পালে আয়োজিত রেভেলাসিয়নস ইন্টারন্যাশনাল ফাইন ক্রাফট অ্যান্ড ক্রিয়েশন বিয়েনালে।

এই আন্তর্জাতিক শিল্প উৎসবের উদ্বোধন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক এই শিল্প উৎসব চলবে এ বছরের  ২১ থেকে ২৫ মে পর্যন্ত।

এই প্রথমবার বাংলাদেশ রেভেলাসিয়নসে অংশ নিচ্ছে। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪০০ জনের বেশি শিল্পী তাদের কাজ প্রদর্শন করছেন।

'অ্যাগেইনস্ট অল অডস' প্রকল্পটি ঢাকার কড়াইল বস্তির মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি। যেখানে কষ্টের মাঝেও আছে চেষ্টা, সৃজনশীলতা আর একসঙ্গে এগিয়ে চলার শক্তি। পুরোনো লোহা, জুট, পলিপ্যাকেট আর কাপড়ের টুকরো দিয়ে তৈরি এই কাজগুলো দেখায়, কীভাবে ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি হতে পারে নতুন ভবিষ্যতের ক্যানভাস।

তিনটি ইনস্টলেশন এই প্রকল্পে উপস্থাপিত হচ্ছে। ফিনিক্স অব রিনিউয়াল, কুইল্টস অব রেজিলিয়েন্স, থ্রেডস অব হোপ।

এই প্রকল্প কড়াইলকে একটি সাহসী ও সৃষ্টিশীল কমিউনিটি হিসেবে তুলে ধরছে, যেখানে প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন গল্প। প্রকল্পের এক ধাপে শিল্পী সাজিদুল হক এতে যুক্ত হন, যার অংশগ্রহণ এই প্রদর্শনীকে আরও সমৃদ্ধ করে।

এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের শিল্প বিশ্বমঞ্চে আবার জায়গা করে নিলো। যেখানে গল্প উঠে এসেছে ফেলনা জিনিস থেকে, আর শক্তি এসেছে মানুষের কণ্ঠ থেকে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago