প্যাকেটজাত জুস ও তরল দুধের দাম বাড়বে

প্যাকেটজাত জুস ও তরল দুধের দাম বাড়বে

ফলের জুস ও তরল দুধের প্যাকেটের শুল্ক বাড়ানোয় আগামী ২০২৪-২৫ অর্থবছরে এই দুই পণ্যের দাম বাড়ার সম্ভাবনা আছে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, তরল দুধ ও ফলের জুস প্যাকিংয়ের জন্য অ্যাসেপটিক প্যাক ব্যবহৃত হয় যা রোল বা শিট হিসেবে আমদানিতে ১০ শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য আছে।

একই প্যাকিং সামগ্রী ফোল্ডিং কার্টন, বক্স বা কেস আকারে আমদানি হলে এর ওপর মোট কর ও শুল্ক হবে ৩৮ শতাংশ।

দুই শুল্কহারের সমতা আনতে উভয় ক্ষেত্রে মোট করভার ৩৭ শতাংশ করার প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। এতে দুধ ও জুস প্যাকেটজাত করার খরচ বাড়তে পারে।

এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট বক্তব্যের শিরোনাম 'সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার'। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago