সেরা করদাতা সম্মাননা পেলেন মাহফুজ আনাম, মতিউর রহমান

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের হাত থেকে সেরা করদাতার ক্রেস্ট ও কর কার্ড নেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ছবি: সংগৃহীত

সেরা করদাতা হিসেবে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ৭৬ ব্যক্তিকে সম্মানিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ ঢাকার অফিসার্স ক্লাবে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের হাত থেকে ক্রেস্ট ও কর কার্ড নেন মতিউর রহমান। মাহফুজ আনামের পক্ষে দ্য ডেইলি স্টারের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ট্যাক্স এ এস এম নজরুল ইসলাম ক্রেস্ট নেন। সাংবাদিক ক্যাটাগরিতে তারা টানা সপ্তমবারের মতো শীর্ষ করদাতার সম্মাননা পেলেন।

ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে নারী ক্যাটাগরিতে শীর্ষ করদাতার পুরস্কার পেয়েছেন। শীর্ষ করদাতা হিসেবে আগেও তিনি সম্মাননা পেয়েছেন।

মাহফুজ আনামের পক্ষে ক্রেস্ট নেন দ্য ডেইলি স্টারের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ট্যাক্স এ এস এম নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ব্যক্তি ছাড়াও, ৫৩টি প্রতিষ্ঠান এবং ১২টি অন্যান্য সংস্থাকে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে স্বীকৃতি দিয়েছে এনবিআর। পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে আছে দৈনিক প্রথম আলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়াস্টার। ট্রান্সকম গ্রুপের এই প্রতিষ্ঠানটি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে টানা সপ্তমবারের মতো এই পুরস্কার পেলো।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যানের কাছ থেকে মিডিয়াস্টারের পক্ষে ট্যাক্স কার্ড গ্রহণ করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

শাহনাজ রহমানের পক্ষে ট্রান্সকম লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা মো. কামরুল হাসান ট্যাক্স কার্ড গ্রহণ করেন।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago