ভারত থেকে আমদানি করা ৩৮০০ টন মসুর ডাল বেনাপোলে

মসুর ডাল
বেনাপোলে আমদানি করা পণ্যের ট্রাক। ছবি: সংগৃহীত

রোজা উপলক্ষে টিসিবির জন্য বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৮০০ মেট্রিক টন মসুরের ডাল আমদানি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ১১০টি ট্রাকে ভারতীয় মসুরের ডালের চালান বন্দরের ট্রান্সসিপমেন্ট ইয়ার্ডে পৌঁছায়।

আজ ভোররাত ১টা পর্যন্ত কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে মসুরের চালানটি বেনাপোল বন্দরে খালাস হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি মেট্রিক টন মসুরের ডাল ১ হাজার ১৩৬ দশমিক ১৩ মার্কিন ডলার মূল্যে ভারত থেকে আমদানি করা হয়েছে।

সিএন্ডএফ এজেন্ট কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট মসুরের ডাল খালাসের জন্য প্রয়োজনীয় তথ্য বেনাপোল কাস্টমস হাউজে দিয়েছে।

কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট ম্যানেজার মুর্তজা শরীফ দ্য ডেইলি স্টারকে বলেন, '৪ হাজার মেট্রিক টন মসুর ডাল ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা হয়েছে। ৪ হাজার টন এলসির বিপরীতে ১১০ ভারতীয় ট্রাকে ৩ হাজার ৮০০ টন মসুর ডাল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।'

তিনি জানান, এ মসুর ডাল আমদানিতে প্রতি কেজি খরচ পড়েছে ১২৫ টাকা। এ বন্দর থেকে মসুর ডাল দ্রুত খালাস করে দেশের অন্যান্য স্থানে পাঠানো হচ্ছে।

কাস্টমস কমিশনার আব্দুল হাকিম ডেইলি স্টারকে বলেন, 'টিসিবির ডালের চালান দ্রুত খালাস করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল ডেইলি স্টারকে বলেন, 'টিসিবির জন্য ভারত থেকে ৩ হাজার ৮০০ মেট্রিক টন মসুরের ডাল আমদানি করা হয়েছে। বন্দর থেকে দ্রুত ডালের চালানটি ছাড়পত্র নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারে, সে জন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।'

Comments

The Daily Star  | English

BNP opposes RPO amendment requiring alliance parties to use own symbols

Salahuddin says the change will discourage smaller parties from joining coalitions

1h ago