বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিম

উপকৃত হবেন আরও অনেক নারী উদ্যোক্তা

নারী উদ্যোক্তা
ক্ষুদ্র, অতিক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তারা এই প্রকল্প থেকে ঋণ নিতে পারবেন। ছবি: স্টার ফাইল ফটো

নির্ধারিত সময়ের মধ্যে নারী উদ্যোক্তাদের নগদ অর্থ ঋণ ও ওভারড্রাফট নবায়ন করা হলে তাদের জন্য ১ শতাংশ সুদে প্রণোদনা দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নগদ অর্থ ঋণ একটি স্বল্পমেয়াদী ঋণ যা ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করে।

স্মল এন্টারপ্রাইজ রিফাইন্যান্স স্কিম ফর উইম্যান এন্টারপ্রেনার্সের আওতায় এই প্রণোদনা ওভারড্রাফ্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অ্যাকাউন্টে টাকা না থাকলেও এই ঋণের মাধ্যমে গ্রাহকরা তাদের তারা বিল ও অন্যান্য খরচ মেটাতে পারবেন।

তবে শ্রেণিকৃত ঋণের বিপরীতে কোনো প্রণোদনা দেওয়া যাবে না বলে গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে আরও বলা হয়, প্রণোদনার পরিমাণ নির্ধারণের সময় সব নিয়মিত ঋণ, বিনিয়োগের পরিমাণ ও ব্যবহারের সময় বিবেচনায় নিতে হবে।

২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক এই স্কিমটি চালু করে। তখন নারী-পুরুষ উদ্যোক্তারা এই ঋণ নেওয়ার অনুমতি পেয়েছিলেন। তবে এটি পরে শুধুমাত্র নারী উদ্যোক্তাদের জন্য নির্ধারণ করা হয়।

গত জুনে কেন্দ্রীয় ব্যাংক এই স্কিমের পরিমাণ দ্বিগুণ করে ৩ হাজার কোটি টাকায় উন্নীত করে।

ক্ষুদ্র, অতিক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তারা এই প্রকল্প থেকে ঋণ নিতে পারবেন।

পাশাপাশি, ব্যাংকগুলো ঋণের বিপরীতে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ নিতে পারবে।

উদ্যোক্তাদের যথাসময়ে ঋণ পরিশোধ, নিষ্পত্তি ও নবায়নে উৎসাহিত করতে ঋণগ্রহীতাদের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য প্রণোদনা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago