রপ্তানিকারকরা প্রতি ডলারে পাবেন ১০৮.৫ টাকা

ডলার

সেপ্টেম্বরের মধ্যে অভিন্ন বিনিময় হার নির্ধারণে মার্কিন ডলারের ক্রয়-বিক্রয় মূল্য বাড়িয়েছে দেশের ব্যাংকগুলো।

রপ্তানিকারকরা আগামী ১ আগস্ট থেকে প্রতি ডলারের বিনিময়ে ১০৮ টাকা ৫০ পয়সা পাবেন।

আজ সোমবার বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) এক যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে, গত জুনে রপ্তানিকারকদের জন্য ডলারের বিনিময় হার ১০৭ টাকা ৫০ পয়সা করা হয়েছিল।

আজকের সভায় প্রবাসীকর্মী ও বিদেশে বসবাসরত অনাবাসী বাংলাদেশিদের জন্য প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা।

এছাড়া, আমদানিকারকদের প্রতি ডলারের জন্য গুণতে হবে ১০৯ টাকা ৫০ পয়সা।

এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হুসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রপ্তানি উৎসাহিত করতে ডলারের বিনিময় হার বাড়ানো হয়েছে। রপ্তানিকারক ও প্রবাসীদের কাছ থেকে ডলারের ক্রয়মূল্যের ব্যবধান কমে এসেছে।'

'আমরা ধীরে ধীরে ডলারের অভিন্ন বিনিময় হারের দিকে যাচ্ছি,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

ROs cancel 723 nominations after scrutiny

Returning officers have cancelled 723 nominations out of 2,568 submitted across the country, the Election Commission (EC) said yesterday.

9h ago