স্কয়ারের জন্য ওষুধ তৈরি করবে অ্যারিস্টোফার্মা

স্কয়ার ফার্মাসিউটিক্যালস

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কিছু ওষুধ তৈরির জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে অপর শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যারিস্টোফার্মা।

স্কয়ারের জন্য অ্যারিস্টোফার্মা কিছু ইনজেকশনে প্রয়োগ করা হয় এমন ওষুধ, ট্যাবলেট ও ড্রাই সিরাপ তৈরি করবে বলে প্রতিষ্ঠান ২টির কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

প্রচলিত ওষুধের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে নতুন ওষুধ আনতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ গত ১২ জুলাই এই চুক্তিভিত্তিক উৎপাদনের অনুমোদন দেয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

ডিএসইর তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যারিস্টোফার্মা ১৯৮৬ সাল থেকে দেশে ওষুধ তৈরি করে আসছে। ঢাকার শ্যামপুর-কদমতলীতে প্রতিষ্ঠানটির অত্যাধুনিক কারখানা আছে।

গত বৃহস্পতিবার ডিএসইতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম এর আগের দিনের মতোই ২০৯ টাকায় লেনদেন হয়।

২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত স্কয়ারের বিক্রি বছরে ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮১৪ কোটি টাকা।

Comments

The Daily Star  | English

Yunus speaking at Chatham House

Chatham House is an independent think tank located in London

13m ago