ছেলেকে ৪৮ কোটি টাকার শেয়ার উপহার দেবেন শাহজালাল ইসলামী ব্যাংকের স্পনসর

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির স্পনসর আব্দুল হালিম তার ছেলে আব্দুল হাকিমকে উপহার হিসেবে ২ কোটি ৬২ লাখেরও বেশি শেয়ার হস্তান্তর করবেন।
শেয়ারবাজারে শরিয়াহভিত্তিক ব্যাংকটির সোমবারের সর্বশেষ মূল্য ১৮ টাকা ৪০ পয়সা হিসেবে এই শেয়ারের দাম ৪৮ কোটি ২০ লাখ টাকারও বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে গতকাল প্রকাশিত এক প্রকাশনা অনুসারে, ৩১ অক্টোবরের মধ্যে ট্রেডিং সিস্টেমের বাইরে স্থানান্তরটি সম্পন্ন হবে।
সাম্প্রতিক মাসগুলোতে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর স্পন্সর বা পরিচালকরা বেশ নিয়মিতভাবেই উপহারের মাধ্যমে শেয়ার হস্তান্তর করছেন।
যেমন: গত ৪ অক্টোবর বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে ও ঢাকা ব্যাংকের পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্পনসর বা পরিচালকরা সাধারণত তাদের নিকটাত্মীয়দের কোম্পানির বোর্ডে আনার পরিকল্পনা থেকেই এভাবে শেয়ার উপহার দেন।
একইসঙ্গে স্বামী বা স্ত্রী বা সন্তান বা ভাইবোনদের মধ্যে শেয়ারসহ সম্পত্তি হস্তান্তরের ওপর কর অব্যাহতিও এর আরেকটি কারণ।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অর্থ আইন ২০২৪ এর মাধ্যমে, স্বামী বা স্ত্রীর মধ্যে এবং পিতামাতা বা সন্তানদের মধ্যে শেয়ারসহ সম্পত্তি হস্তান্তরের ওপর কর অব্যাহতি দিয়েছে। এ বছর ভাইবোনদের মধ্যে শেয়ারসহ কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তরের ওপর করমুক্তির বিধান অন্তর্ভুক্ত হওয়ায় কর ছাড়ের সুযোগটি আরও বিস্তৃত হয়েছে।
ফলস্বরূপ, অনেক বড় বিনিয়োগকারী তাদের ছেলে বা মেয়েকে শেয়ার উপহার দিচ্ছেন।
শাহজালাল ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে বিনিয়োগ আয়ের সামান্য প্রবৃদ্ধি হলেও মুনাফা ৫ শতাংশ কমে ১৫৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।
ডিএসইর তথ্য অনুসারে, গত ৩১ আগস্ট পর্যন্ত কোম্পানির ৪১.৩৬ শতাংশ শেয়ার উদ্যোক্তা-পরিচালক, ২৫.৪৯ শতাংশ প্রতিষ্ঠান, ০.০১ শতাংশ বিদেশি বিনিয়োগকারী এবং বাকি ৩৩.১৪ শতাংশ শেয়ার জনসাধারণের হাতে রয়েছে।
Comments