ভারত থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাল আরও ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল

চাল আমদানি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আরও ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইমদাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, 'এমভি এইচটি ইউনাইট' নামের একটি জাহাজ এই চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৮) অংশ হিসেবে আমদানি করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় ইতোমধ্যে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী মোট ৩ লাখ ৬ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে।

বন্দরে আসা নতুন এই চালানের নমুনা ইতিমধ্যে সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। খুব দ্রুত জাহাজ থেকে চাল খালাসের কার্যক্রম শুরু হবে এবং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা উল্লেখ করেন।

এর আগে সর্বশেষ গত ২৭ মার্চ ভারত থেকে সাড়ে ৯ হাজার মেট্রিকটন চাল এসেছিল চট্টগ্রাম বন্দরে।

Comments

The Daily Star  | English

Trump says Venezuela's Maduro captured in 'large scale' US strike

In a brief phone interview with The New York Times, Trump hailed the 'brilliant' operation

35m ago