বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক বৈঠক শুরু আজ

অলঙ্করণ : আনোয়ার সোহেল

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক শুল্ক সংক্রান্ত দ্বিতীয় দফা আলোচনায় আজ বুধবার বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)। আলোচনা চলবে ১১ জুলাই পর্যন্ত।

বিবৃতিতে বলা হয়, গত ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের নেতাদের কাছে চিঠি পাঠানোর পর আলোচনা পুনরায় শুরু করা প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে, যা প্রাথমিকভাবে প্রস্তাবিত ৩৭ শতাংশের চেয়ে সামান্য কম।

সরকার যুক্তি দেখিয়েছে, ভিয়েতনামের মতো প্রতিযোগীদের তুলনায় বাংলাদেশ আরও সুবিধাজনক শর্তের দাবিদার। ভিয়েতনামের ওপর সম্প্রতি ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ বাংলাদেশি রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ওয়াশিংটন ডিসিতে সরাসরি উপস্থিত থাকবেন। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন।

আলোচনায় যোগ দিতে ইতোমধ্যে বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত বাণিজ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়াশিংটনে পৌঁছেছেন।

বাংলাদেশ আশা করছে, গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে দ্রুত একটি চুক্তি সম্পাদন করা সম্ভব হবে।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

5h ago