যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িংয়ের ২৫ উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং কোম্পানির ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আজ রোববার বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, 'দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে।'

এর আগে, বাংলাদেশ বোয়িং কোম্পানি থেকে ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছিল।

কিন্তু এবার উড়োজাহাজের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে বাণিজ্য সচিব নিশ্চিত করেন।

গত সপ্তাহে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ছয় বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ ১৪টি বোয়িং উড়োজাহাজ এবং প্রায় ৩ লাখ টন গম আমদানির পরিকল্পনা করেছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বাংলাদেশ বিমানের মুখপাত্র এ বি এম রওশন কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে বিমান কর্তৃপক্ষ অবহিত নয়।'

Comments