সরকারের অগ্রগতি ‘অন্তর্দৃষ্টি’ দিয়ে দেখা উচিত: অর্থ উপদেষ্টা

রাজস্ব বোর্ড
জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে সেমিনারে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

শুধু সরকারের ভুল ও নেতিবাচক দিকগুলোর প্রতি নজর না দিয়ে ইতিবাচক অগ্রগতির দিকেও নজর দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

'এসব ইতিবাচক দিক অন্তর্দৃষ্টি দিয়ে দেখা উচিত,' বলে মনে করেন তিনি।

তার ভাষ্য—শুধু গ্লাসের খালি অংশ দেখলে হবে না, এর অর্ধেকটা ভরা আছে।

আজ সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে সেমিনারে তিনি এ কথা বলেন।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে দেওয়া আয়কর, ভ্যাট ও শুল্কনীতিতে মূল পরিবর্তনগুলো সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে রাজস্ব বোর্ড এ সেমিনারের আয়োজন করে।

সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নিয়ে সমালোচনার কথা উল্লেখ করার পাশাপাশি অর্থ উপদেষ্টা স্বীকার করেছেন যে, সরকার কিছু ভুল উদ্যোগ নিয়েছিল।

তবে সরকারের অগ্রগতিগুলোর কথা তুলে ধরা উচিত বলেও মনে করেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, 'হ্যাঁ, আমরা অনেক ভুল করি। তবে ভালো লাগে যখন ভালো কাজে উৎসাহ দেওয়া হয়। যাই হোক না কেন, আপনার স্বাধীনতা আছে, আপনি যা খুশি বলতে পারেন।'

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

A new standard or special treatment?

Debate erupts over court appearance of army officers

1h ago