‘জিরো রিটার্ন’ দাখিল দণ্ডনীয় অপরাধ: এনবিআর

 এনবিআর,

সামাজিক যোগাযোগ মাধ্যমে 'জিরো ট্যাক্স রিটার্ন' দাখিল সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি জানিয়েছে, আয়কর আইনে 'জিরো রিটার্ন' নামে কোনো বিধান নেই এবং মিথ্যা তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা একটি ফৌজদারি অপরাধ।

বৃহস্পতিবার এনবিআরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে, রিটার্ন ফরমের সব ঘর 'শূন্য' দেখিয়ে জিরো রিটার্ন দাখিল করা যায়। এই ধরনের পোস্টে বিভ্রান্ত হয়ে কিছু করদাতা তাদের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য গোপন করে অসত্য তথ্য দিয়ে রিটার্ন জমা দিচ্ছেন, যা আইনত দণ্ডনীয়।

এ বিষয়ে এনবিআর তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, 'আয়কর আইন, ২০২৩ অনুসারে "জিরো রিটার্ন" নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করদাতার প্রকৃত তথ্য গোপন করে রিটার্নে অসত্য বা মিথ্যা তথ্য প্রদান করা একটি ফৌজদারি অপরাধ। আয়কর আইন, ২০২৩-এর ৩২২ ও ৩১৩ ধারা অনুযায়ী, মিথ্যা তথ্য দিয়ে রিটার্ন দাখিল করলে করদাতাকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে।

এনবিআর আরও বলেছে, একজন করদাতার করযোগ্য আয় না থাকলেও তাকে রিটার্নে প্রকৃত তথ্যই দাখিল করতে হবে। সঠিক তথ্য-উপাত্ত না দিয়ে শূন্য বা জিরো রিটার্ন দাখিলের কোনো সুযোগ আয়কর আইনে নেই।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago