ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও রুহুল কুদ্দুস খান

রুহুল কুদ্দুস খান। ছবি: সংগৃহীত

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল কুদ্দুস খান।

আগামী ১ নভেম্বর থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।

১৯৯৬ সালে কালুরঘাট কারখানায় ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রামের অধীনে প্রশিক্ষণার্থী হিসেবে ইউনিলিভারে তার যাত্রা শুরু।

ইউনিলিভারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ বছরের কর্মজীবনে রুহুল কুদ্দুস খান বাংলাদেশ ও ভারতে সাপ্লাইচেইন এবং গবেষণা ও উন্নয়ন বিভাগে নেতৃত্ব দিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে সাপ্লাইচেইন ডিরেক্টর এবং পরে কাস্টমার এক্সপেরিয়েন্স ও লজিস্টিকসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইনকে উচ্চ-ক্ষমতাসম্পন্ন ও ভবিষ্যতমুখী কাঠামোতে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এতে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন গ্রাহককেন্দ্রিকতা, ডাটা অ্যানালিটিক্স, প্রক্রিয়ার স্বয়ংক্রিয়করণ ও ডিজিটাল রূপান্তরে।

ইউনিলিভার বাংলাদেশ জানিয়েছে, রুহুল কুদ্দুস খান ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন।

পাকিস্তান, তুরস্ক, আরব ও বাংলাদেশ ক্লাস্টারে ইউনিলিভার প্রধান শাজিয়া সৈয়দ বলেন, 'পরিবর্তন আনতে অসাধারণ নেতৃত্ব, অনিশ্চয়তা মোকাবিলা এবং ব্যবসা ও পরিবেশে প্রভাব বিস্তারে দুর্দান্ত রেকর্ড নিয়ে এই দায়িত্বে আসছেন রুহুল কুদ্দুস খান।'

তিনি বলেন, 'অপারেশন নিয়ে তার গভীর জ্ঞান এবং মানুষের প্রতি তার আগ্রহ—সবমিলিয়ে তিনি এই দায়িত্বের জন্য বিশেষভাবে উপযুক্ত।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

5h ago