ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি, ১২ দিনে বেনাপোল দিয়ে গেছে ৯৯ টন

ভারতে ইলিশ রপ্তানি ২০২৫
ছবি: স্টার ফাইল ফটো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে এবার ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে রপ্তানি শুরুর প্রথম ১২ দিনে (১৬-২৭ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে গেছে মাত্র ৯৯ টন ইলিশ।

আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। হাতে মাত্র এক সপ্তাহ থাকায় অনুমতির সম্পূর্ণ পরিমাণ রপ্তানি হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার দাম বেশি হওয়ায় রপ্তানির পরিমাণও কম।

বেনাপোল বন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গনিরোধ কর্মকর্তা সজীব সাহা আজ রোববার সকালে জানান, রপ্তানি হওয়া ইলিশের প্রতিটির ওজন এক কেজির বেশি। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, এত অল্প সময়ের মধ্যে পুরো চালান রপ্তানি করা কঠিন। তিনি বলেন, 'গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে মাত্র ৬৩৬ টন রপ্তানি হয়, যার মধ্যে ৫৩২ টনই গিয়েছিল বেনাপোল দিয়ে। এবার সরবরাহ কম এবং দামও বেশি, তাই রপ্তানি কম হবে।'

ইলিশ রপ্তানিকারক তারেক রহমান জানান, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়েছে। দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম হলেও বিশেষ বিবেচনায় সরকার ২০১৯ সাল থেকে দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে। এ বছর বাণিজ্য মন্ত্রণালয় ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে, যা আগামী ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, পূজার ছুটির মধ্যেও ভারতে ইলিশ রপ্তানি নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও জানান, সর্বশেষ গতকাল শনিবার ১২ টন ইলিশের একটি চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে।

Comments

The Daily Star  | English

Victory day today: A nation born out of blood and grit

The tide of war had turned by mid-December in 1971. The promise of freedom was no longer a dream. It had hardened into tangible certainty.

10h ago