বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ ক্লাব লেস্টার সিটির জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরীকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ।

বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস জাগানো হামজা বিকাশের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন, যাতে গ্রাহকদের নগদবিহীন লেনদেনে উৎসাহিত করা যায়।

দেশের মানুষকে নগদবিহীন লেনদেনে উৎসাহ দেওয়ার পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল আর্থিক ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করবে বিকাশ ও হামজা।

এ বিষয়ে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিকাশ ও হামজা চৌধুরীর মধ্যে চুক্তি সই হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকা হামজা মাঠের ভেতর ও বাইরে তরুণদের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও ইতিবাচক ব্যক্তিত্বের কারণে সমাজের সব স্তরে তিনি ব্যাপকভাবে প্রশংসিত।

তিনি বাংলাদেশের পথশিশুদের সহায়তামূলক কাজে জড়িত এবং সিলেটের হবিগঞ্জে নিজ বাড়ির কাছে একটি এতিমখানা পরিচালনায় অর্থায়ন করেন।

বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি বিকাশের সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে ও প্রতিষ্ঠানের মূল্যবোধ তুলে ধরতে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন।

বিকাশের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে হামজা বলেন, বিকাশের মতো কোটি মানুষের সেবাদাতা একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য দারুণ সুযোগ। বিকাশকে প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের।

তিনি বলেন, দেশের সেরা ব্র্যান্ডকে এগিয়ে নেওয়ার কাজে অংশ নিতে এবং নগদবিহীন লেনদেনের অভ্যাস ছড়িয়ে দিতে একসঙ্গে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ লিগ্যাল অফিসার মাজেদুল ইসলাম, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), হেড অব ব্র্যান্ড আশরাফ-উল-বারী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

The Daily Star  | English

Can economy turn around in 2026?

A full economic turnaround may take time, as any new government will need time to implement policies

14h ago