ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি

ছবি: স্টার

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে।  মাসব্যাপী এই মেলায় দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) যৌথভাবে মেলার আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।  

মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।  বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আজ সোমবার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, লে-আউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট দেশীয় উৎপাদক-রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

বাণিজ্য সচিব বলেন, মেলায় বিভিন্ন ধরনের দেশীয় পণ্য প্রদর্শিত হবে।  এর মধ্যে রয়েছে মধ্যে রয়েছে- দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া বা আর্টিফিশিয়াল চামড়া, জুতাসহ বিভিন্ন পণ্য।

এ ছাড়া স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্ট ফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শিত হতে যাচ্ছে।
 
মাহবুবুর রহমান বলেন, এই বছরের মেলায় পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

বিকল্প হিসেবে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে ভর্তুকি মূল্যে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে।

বাংলাদেশ ছাড়াও ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং মালয়েশিয়া- এই ছয় দেশের ১১টি কোম্পানি মেলায় অংশ নিচ্ছে।  গত বছর ৩৪৩টি কোম্পানি অংশ নিয়েছিল।

দেশীয় পণ্যের প্রচার, সম্প্রসারণ এবং বাজারজাতকরণ, শিল্প উৎপাদনকে সমর্থন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হয়ে আসছে।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Highest ever remittance came in 2025

Migrants sent home $32.8 billion in the just-concluded year

7m ago