প্রমোশনাল কনটেন্ট

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উপনির্বাহী পরিচালক হলেন ড. মুহম্মদ রিসালাত

ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক। ছবি: সংগৃহীত

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী কমিটি ড. মুহম্মদ রিসালাত সিদ্দীককে উপনির্বাহী পরিচালক পদে উন্নীত করেছে।

সংস্থাটির মাইক্রোফাইন্যান্স বিভাগের পরিচালক এবং প্রোগ্রাম ও এন্টারপ্রাইজ ইনচার্জ ড. রিসালাত ২০২৪ সালের ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব পালন করবেন।

পদক্ষেপ তার ৩-স মডেল: সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ, এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে প্রকৃত, সমন্বিত এবং টেকসই উন্নয়ন কৌশল তৈরি করতে নিজেকে ক্রমাগত নতুনভাবে উপস্থাপন করছে। 

সংস্থাটি এই রূপান্তরমুখী প্রেক্ষাপটে ডিজিটাল রূপান্তর এবং ব্যবসা উন্নয়নের ক্ষেত্রে ড. রিসালাতের উদ্যোক্তা দক্ষতাকে বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত পদক্ষেপের সংশ্লিষ্ট সব উদ্যোগের মধ্যে সমন্বয় সাধন করতে সহায়তা করবে বলে আশা করছে।

এর মাধ্যমে পদক্ষেপের উপকারভোগীদের আরও সমন্বিত উন্নয়ন নিশ্চিত হবে, যা তাদের উজ্জ্বল এবং টেকসই ভবিষ্যতের পথ প্রসারিত করবে।
 

Comments

The Daily Star  | English

The untold history of why Khaleda Zia entered politics

Why did Khaleda Zia, a typical housewife who had become widow at a critical age in terms of Bangladesh's culture, join politics?

1h ago