টানা তৃতীয় দিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন

মার্কিন ট্রেজারি, অপরিশোধিত তেল, ভারতীয় রুপি, রুপি, মার্কিন ডলার, ডলার,
রয়টার্স ফাইল ফটো

মার্কিন ট্রেজারি রপ্তানি বৃদ্ধি ও বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে টানা তৃতীয় কার্যদিবসে ভারতীয় রুপির দরপতন হয়েছে। এদিন প্রতি মার্কিন ডলার বিক্রি হয়েছে ৮৩.১৩২৫ রুপিতে।

আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার ভারতে প্রতি ডলার বিক্রি হয়েছিল ৮৩.০৪ রুপিতে।

একটি বিদেশি ব্যাংকের একজন বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী রয়টার্সকে জানিয়েছেন, আগামীকাল রুপির দাম কিছুটা উন্নতি হতে পারে।

মার্কিন ট্রেজারি রপ্তানি বৃদ্ধির কারণে এশিয়ার অন্যান্য দেশের মুদ্রার দরপতন হয়েছে। ১০ বছরের মার্কিন ট্রেজারি ৪ দশমিক ২৫ শতাংশ এ বেড়েছে, যেখানে ২ বছরের ট্রেজারি বেড়েছে ৪ দশমিক ৯৪ শতাংশ।

মালয়েশিয়ান রিঙ্গিত ও ইন্দোনেশিয়ান রুপিয়া এশিয়ান মুদ্রার মধ্যে সবচেয়ে বেশি লোকসানে ছিল। অন্যদিকে চীনা ইউয়ান ১০ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।

এইচডিএফসি সিকিউরিটিজের বৈদেশিক মুদ্রা গবেষণা বিশ্লেষক দিলীপ পারমার রয়টার্সকে বলেন, আগামী দু-একদিনের জন্য রুপি আরও পতনের দিকে ঝুঁকতে পারে।

তিনি মনে করছেন, রুপি নতুন করে রেকর্ড দরপতন হতে পারে। ২০২২ সালের অক্টোবরে ডলারের বিপরীতে রুপির রেকর্ড দরপত হয়েছিল, তখন প্রতি ডলার বিক্রি হয়েছিল ৮৩.২৯ রুপিতে।

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB said the 10 percent policy rate would remain in place for the July-December period

30m ago