আগামী বছর তেলের বৈশ্বিক চাহিদা বাড়বে, ওপেকের পূর্বাভাস

ওপেক, তেল,
রয়টার্স ফাইল ফটো

২০২৩ ও ২০২৪ সালে বৈশ্বিক তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাসে অটল ওপেক। আজ বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠনটি মাসিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের ২ দশমিক ৪৪ মিলিয়ন ব্যারেল বৃদ্ধির তুলনায় ২০২৪ সালে বিশ্বে তেলের চাহিদা প্রতিদিন ২ দশমিক ২৫ মিলিয়ন ব্যারেল (বিপিডি) বৃদ্ধি পাবে।

গত মাসে দেওয়া পূর্বাভাসের সঙ্গে এই পূর্বাভাস অপরিবর্তিত আছে।

চীনে লকডাউন তুলে নেওয়ার ফলে ২০২৩ সালে তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তাই ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির মতো অন্যান্য পূর্বাভাসকারীদের তুলনায় আগামী বছরের জন্য বেশি চাহিদা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ওপেক।

প্রতিবেদনে ওপেক বলেছে, ২০২৪ সালে চীনের পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি তেলের ব্যবহার আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says don't want CA to quit; calls for resignation of 3 advisers

8m ago