শুল্কযুদ্ধ

চাহিদা কমায় কমল জ্বালানি তেলের দাম

তেলের দাম
ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির দেশের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়ায় বিশ্ববাজারে এর দাম কমেছে।

আজ মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট কমে ৬৫ ডলার ২৭ সেন্ট, ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট অপরিশোধিত তেলের দাম ৪৯ সেন্ট কমে ৬১ ডলার ৫৬ সেন্ট হয়েছে।

বাজার বিশ্লেষক ট্যামাস ভার্গা সংবাদ সংস্থাটিকে বলেন, 'যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দেনদরবার বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলে আবারও তেলের চাহিদা কমেছে।'

অর্থনীতিবিদদের অনেকে রয়টার্সকে বলেছেন, সব আমদানি পণ্যের ওপর শুল্ক বসিয়ে ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাণিজ্যে উচ্চমাত্রায় ঝুঁকি তৈরি করেছেন। চলতি বছর বিশ্ব অর্থনীতি মন্দায় পড়তে পারে।

Comments

The Daily Star  | English

Yunus opens second round of talks to strengthen national unity

'Beautiful July Charter' would be unveiled following discussions, he says

56m ago