ভারতের ওপর চাপলো ৫০ শতাংশ শুল্ক, রপ্তানিতে প্রভাব কতটা?

ভারতের ওপর মার্কিন শুল্ক
নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প: ছবি: রয়টার্স ফাইল ফটো

সব জল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র 'বন্ধু' ভারতের ওপর চাপিয়ে দিলো ৫০ শতাংশ শুল্ক। বিশ্বের সবচেয়ে জনবহুল ও চতুর্থ শীর্ষ অর্থনীতি থেকে তৃতীয় শীর্ষ অর্থনীতির দেশ হওয়া পথে ভারত। আর এমন সময় ওয়াশিংটন ডিসি থেকে এলো এমন দুঃসংবাদ। বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক চাপানো হলো দক্ষিণ এশিয়ার এই দেশটির ওপর।

আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার ঘোষণার পর তা আজ থেকে কার্যকর হচ্ছে।

এর ফলে বিশ্বের দুই বৃহৎ গণতান্ত্রিক ও কৌশলগত অংশীদারের মধ্যে উত্তেজনা বাড়ছে বলেও বার্তা সংস্থাটি উল্লেখ করেছে।

ভারত ছাড়াও চীন ও ব্রাজিলের ওপর হোয়াইট হাউস শাস্তিমূলক ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে।

যেসব পণ্যে গুণতে হবে বাড়তি শুল্ক

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে আগ্রাসন চালানোয় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা। এমন পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল কেনায় মিত্র ভারতের ওপর শাস্তি হিসেবে বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ওভাল অফিস।

ফলে—ভারতের তৈরি পোশাক, অলঙ্কার, জুতা, ফানির্চার, স্পোটর্স আইটেম ও কেমিক্যাল পণ্যের ওপর বাড়তি ৫০ শতাংশ শুল্ক গুণতে হবে। এতে বেড়ে যাবে সেসব পণ্যের দাম।

বিশ্লেষকরা বলছেন, ভারত এসব পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় পড়বে। কেননা, যেসব দেশের ওপর কম শুল্ক চাপানো হয়েছে সেসব দেশ ভারতের তুলনায় কম দামে এসব পণ্য যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পারবে।

রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে—নতুন শুল্ক হারের কারণে ভারতের শিল্পসমৃদ্ধ গুজরাট রাজ্যের হাজারো ক্ষুদ্র শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হবে। চাকরি হারানোর আশঙ্কা আছে বহু মানুষের। এই গুজরাট থেকেই ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক উত্থান।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি উল্লেখ করে রয়টার্স জানায়, তবে সেই মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থাটিকে বলেন, ভারতের ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

পাশাপাশি, চীন, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যে ভারত পণ্য রপ্তানি বাড়ানোর চেষ্টা করবে বলেও জানান তিনি।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ভারত ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে সাড়ে ৮৬ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, মোট রপ্তানির মধ্যে ৪৭ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক গুণতে হবে।

ইউএস সেনসাস ব্যুরোর তথ্য বলছে—২০২৪ সালে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্য হয়েছিল ১২৯ বিলিয়ন ডলার। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ৪৫ দশমিক আট বিলিয়ন ডলার।

Comments

The Daily Star  | English
Largest Islamic bank in the making

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

12h ago