গাইবান্ধার ২ উপজেলায় কাল সীমিত থাকবে ব্যাংকিং সেবা

‘ফেসবুক পোস্টের’ জেরে মাদ্রাসা শিক্ষার্থীদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচন উপলক্ষে আগামীকাল নির্বাচনী এলাকায় সীমিত থাকবে ব্যাংকিং সেবা। আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে।

পরিচালক (ডিওএস) মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, উপনির্বাচনে যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব স্থাপনায় ব্যাংকের শাখা বা উপশাখা থাকলে বন্ধ রাখার পরামর্শ দেওয়া হলো।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মারা গেলে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। আগামীকাল এই আসলে উপনির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

Comments

The Daily Star  | English

Bangladesh’s uncounted economy

Women do 85% of unpaid labour, worth Tk 5.7 trillion

33m ago