অনাবাসী বাংলাদেশিদের দেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহজ হলো

বাংলাদেশ ব্যাংক

দেশের ব্যাংকগুলোতে অনাবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট খোলার আনুষ্ঠানিকতা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

দেশে বিদেশি বিনিয়োগকারীদের টাকায় অ্যাকাউন্ট (নিটা) খোলার ক্ষেত্রে সাধারণত ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন ২০১৮ এর নির্দেশনা মেনে চলা হয়।

এ ছাড়াও, কেন্দ্রীয় ব্যাংক ২০২১ সালে অ্যাকাউন্ট খোলার একটি ফর্ম প্রকাশ করেছিল। অন্যদিকে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্ধারণ করা অর্থ পাচার, সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধের জন্য নির্দেশিকা ছিল। 

এর বাইরেও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক নিজেদের মতো করে কিছু নথিপত্র চাইত, যার ফলে অনাবাসী বাংলাদেশিদের বিভ্রান্তিতে পড়তে হতো।

আজ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, অনাবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অভিন্নতা আনতে ব্যাংকগুলোকে শুধু আবেদনকারীর বৈধ পাসপোর্টের কপি, ছবি, ঠিকানার প্রমাণাদি, আয়ের উৎস এবং মনোনীত ব্যক্তি বা অনুমোদিত ব্যক্তির পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি ও ছবি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যাংকের দেশে-বিদেশে থাকা সব শাখাকেই একই নিয়মে এসব হিসাব খুলতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

4h ago