নির্বাচনী লেনদেনের জন্য শনিবার ব্যাংক খোলা
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনসংক্রান্ত আর্থিক লেনদেন সহজ করতে আগামী শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, 'ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধার্থে ২৭ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সকল শাখা খোলা থাকবে।'
সার্কুলার অনুযায়ী, দেশের যেকোনো তফসিলি ব্যাংকের যেকোনো শাখা থেকে প্রার্থীরা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ পরিশোধ করতে পারবেন।
নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক চিঠিতে ইসি জানায়, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। কিন্তু এর আগে টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার কথা, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সরকারি ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি।
নির্বাচনী বিধি অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে নিরাপত্তা জামানত এবং ভোটার তালিকার সিডি কেনার ফি ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। টানা ব্যাংক বন্ধ থাকলে এসব আর্থিক লেনদেন সম্পন্ন করা প্রার্থীদের পক্ষে সম্ভব হবে না।


Comments