ঈদের আগে রাজধানীতে মাছ-সবজির দাম কমেছে, বেড়েছে মুরগি-গরুর মাংসের দাম

ঈদুল আজহার আগে রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ শাকসবজি ও মাছের দাম কমেছে। অপরদিকে বেড়েছে মুরগি ও গরুর মাংসের দাম।

আজ শুক্রবার রাজধানীর একাধিক কাঁচাবাজার ঘুরে দেখা যায়, শসা, কাঁচামরিচ ও টমেটোর দাম কিছুটা বাড়লেও বাকি সব সবজির দাম কমেছে। পটল, ঢেঁড়স, করলা, বেগুন, ঝিঙার মতো সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা করে কমেছে।

মিরপুরের কাজীপাড়া বাজারের সবজি বিক্রেতা কবির মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা থেকে অনেক মানুষ চলে গেছে। মানুষ কমায় সবজির চাহিদা কমেছে। এমনিতে যে পরিমাণ সবজি আনি, তার তিন ভাগের এক ভাগ এনেছি আজ। তবু বিক্রি নেই।'

তিনি জানান, পাইকারি বাজারেও সবজির দাম কমানো হয়েছে।

তবে কোরবানির মাংসের সঙ্গে পরিবেশন করা হতে পারে এমন সালাদ—শসা ও টমেটোর দাম বেড়েছে।

বিক্রেতারা জানান, এক সপ্তাহ আগে টমেটো কেজিপ্রতি ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছে। আজ টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায়।

এদিকে দেশি শসার দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। গত সপ্তাহে কেজিপ্রতি ৫০-৬০টাকায় বিক্রি হওয়া এসব শসা এখন কেজিপ্রতি ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে হাইব্রিড শসার দাম তেমন বাড়েনি। গত সপ্তাহে কেজিপ্রতি ৩০ টাকায় বিক্রি হওয়া এসব শসা আজকের বাজারে কেজিপ্রতি ৪০-৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

কাজীপাড়া কাঁচাবাজারের ক্রেতা রনি মিয়া ডেইলি স্টারকে বলেন, 'কোরবানির সময় মাংসের সঙ্গে সালাদ না হলে জমে না। এইজন্য টমেটো, শসা, লেবু কিনেছি। লেবু, কাঁচামরিচের দাম ঠিক আছে, কিন্তু হাইব্রিড ও নরমাল শসার দামের পার্থক্য প্রায় তিনগুণ। এটা অতিরিক্ত।'

এদিকে বাজারে মুরগির দাম বেড়েছে। ব্রয়লার মুরগির দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২০ টাকা বেড়ে হয়েছে ১৭০-১৮০ টাকা। সোনালি মুরগির দাম গত সপ্তাহে ছিল কেজিপ্রতি ২৪০-২৭০ টাকা, যা এখন কেজিপ্রতি ২৮০-৩০০ টাকা।

কাফরুলের পূর্ব শেওড়াপাড়া বাজারের মুরগি ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, 'সবসময় কোরবানির আগে মুরগির দাম কমে যায়, এবার উল্টো হয়েছে। একদিনের ব্যবধানে সোনালি মুরগির দাম ২৫ টাকা বেড়েছে।'

তবে মুরগির দাম গত এক মাস কিছুটা কম ছিল বলে জানান তিনি।

কচুক্ষেত, কাফরুলের ইব্রাহিমপুর বাজারেও একই ধরনের চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বেড়েছে গরুর মাংসের চাহিদা ও দামও। কেজিপ্রতি ৭৫০-৭৮০ টাকায় বিক্রি হওয়া গরুর মাংসের দাম এখন ৮০০ থেকে ৮২০ টাকা।

মাছের বাজারে চিংড়ি ও ইলিশ বাদে প্রায় সব মাছের দামই কমেছে। রুই, কাতলার মতো অনেক মাছ কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।

Comments

The Daily Star  | English

Political alignment is key to a desirable future

This is the final instalment in a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

2h ago