গ্রাহকের টাকায় ব্যবসা করা ইভ্যালির সবচেয়ে বড় ভুল: শামীমা নাসরিন

ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে ইভ্যালির সহপ্রতিষ্ঠাতা শামীমা নাসরিন।

ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা শামীমা নাসরিন বলেছেন, বাইরে থেকে পুঁজি সংগ্রহ না করে গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের টাকায় ব্যবসা শুরু করা ইভ্যালির সবচেয়ে বড় ভুল ছিল।

আজ বৃহস্পতিবার ইভ্যালির আয়োজিত এক ডিজিটাল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন শামীমা নাসরিন।

তিনি বলেন, 'আমাদের সবচেয়ে বড় ভুল ছিল সঠিক সময়ে বিনিয়োগ না বাড়ানো এবং গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের অর্থ বকেয়া রেখে ব্যবসা গড়ে তোলা।'

কিন্তু সেখানে কোনো প্রতারণা ছিল না দাবি করে তিনি বলেন, 'আপনারা বাড়ি নির্মাণের জন্য অগ্রিম অর্থ দেন। ডেভেলপার যদি সময়মতো বাড়ি না দেয় তাহলে এটা অন্যায়। কিন্তু এই ব্যবসাকে অন্যায্য বলা ঠিক নয়।'

'আমাদের পরিকল্পনা ছিল ভবিষ্যৎ লাভ দিয়ে প্রথম দিকের দায় পরিশোধ করা। আমরা মনে করি এই পরিকল্পনায় আমাদের ভুল ছিল। এই যাত্রায় আমরা প্রথম দিন থেকেই লাভে পণ্য বিক্রি করব।'

হাইকোর্টের নিয়োগ দেওয়া ইভ্যালি পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদের পদত্যাগের দেড় মাস পর এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হলো।

গত ২১ সেপ্টেম্বর আদালতে অডিট রিপোর্ট, কোম্পানির ব্যাপারে তাদের নিজস্ব প্রতিবেদন দেওয়ার পরে পরিচালনা পর্ষদ সদস্যরা পদত্যাগ করেন।

 

Comments

The Daily Star  | English

‘I may be the last witness in Sheikh Hasina’s case’

NCP Convener Nahid Islam urges roadmap to ensure crimes against humanity trials continue beyond national election

58m ago