টুরিস্ট সিম আনলো রবি

টুরিস্ট সিম, রবি, পর্যটক,

বাংলাদেশ ভ্রমণকারীদের জন্য 'টুরিস্ট সিম' চালু করেছে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান রবি।

এই সিমের মাধ্যমে পর্যটকরা বাংলাদেশে প্রবেশের শুরু থেকে শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন সংযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। রবির ৪.৫জি নেটওয়ার্কের মাধ্যমে তারা স্থানীয় ও আন্তর্জাতিক কল, এসএমএস এবং ডেটা ব্যবহারের সুবিধা পাবেন।

পর্যটকরা নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী প্যাকেজের মেয়াদ নির্বাচন করতে পারবেন, যেমন- ৭ দিন, ১৫ দিন বা ৩০ দিন।

রবি জানিয়েছে, এই প্যাকেজের মাধ্যমে পর্যটকদের প্রতিযোগিতামূলক অফার এবং বিশেষ সুবিধা প্রদান করে পর্যটন অভিজ্ঞতা উন্নত করতে চেষ্টা তারা। টুরিস্টদের সুবিধার কথা বিবেচনা করে রবি সিমটি কিনতে সহজ পদ্ধতির ব্যবস্থা করেছে। শুধু *৮০০০# ডায়াল করে পর্যটকরা পছন্দ মতো সেবা নিতে পারবেন।

রবি টুরিস্ট সিম প্রাথমিকভাবে দেশের গুরুত্বপূর্ণ বন্দরে অবস্থিত রবি সেবায় পাওয়া যাবে। এই সেবা কেন্দ্রগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, সমুদ্র বন্দর এবং স্থল বন্দরগুলোর কাছে বসানো হয়েছে। যেন পর্যটকরা বাংলাদেশে আসার পরে সহজেই সিমটি পেতে পারেন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago

Farewell

10h ago