সপ্তাহে ১ দিন শিল্প কারখানা বন্ধ থাকবে

 গ্যাস সংকট
নসরুল হামিদ। ফাইল ফটো

বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহের একেক দিন একেক এলাকার শিল্প কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শিল্প উদ্যোক্তারা সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন।

বিষয়টি নিয়ে আজ রোববার সচিবালয়ের কার্যালয়ে জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৈঠক করেন এফবিসিসিআই, বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা।

বৈঠক শেষে নসরুল হামিদ দ্য ডেইলি স্টারকে বলেন, উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা সপ্তাহে একদিন শিল্প কারখানা বন্ধ রাখতে সম্মত হয়েছেন।

বিকেএমইএর সহ-সভাপতি ফজলে শামীম এহসান ডেইলি স্টারকে বলেন, 'আগে জোনভিত্তিক সপ্তাহে ১ দিন কারখানা বন্ধ রাখা হতো। কিন্তু বেশ কয়েক বছর ধরে আমরা এটা মানছিলাম না। সরকার যেহেতু বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টা করছে, এখন থেকে আমরা এটা মেনে চলব।'

বৈঠকে তিনি প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, 'জোনভিত্তিক সাপ্তাহিক বন্ধ কঠোরভাবে মানা হলে লোডশেডিং পরিস্থিতির  উন্নতি হবে কি না।'

এ বিষয়ে প্রতিমন্ত্রী অবশ্য নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।

প্রতিমন্ত্রী বলেন, 'সপ্তাহে একেক দিন একেক এলাকায় শিল্প কারখানা বন্ধ রাখলে দেশে প্রতিদিন ৪৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে।'

উদাহরণ হিসেবে জানানো হয়, সাভারে শিল্প কারখানা সোমবার বন্ধ থাকবে। আর আশুলিয়ায় বন্ধ থাকবে রোববার।

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

7h ago