পোশাক শ্রমিক আন্দোলনের সুবিধা নিচ্ছে রাজনৈতিক মহল, ইন্ডাস্ট্রিঅল’র সন্দেহ প্রকাশ 

ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল, আইবিসি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, গাজীপুর, আশুলিয়া, পোশাক শ্রমিক বিক্ষোভ,

১৮টি শ্রমিক সংগঠনের বৈশ্বিক জোটের বাংলাদেশ অংশ ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) সন্দেহ করছে বিএনপি ও জাতীয় পার্টি তাদের সুবিধার জন্য চলমান পোশাক শ্রমিক আন্দোলনকে ব্যবহার করছে।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইবিসির সভাপতি আমিরুল হক আমিন এ সন্দেহ প্রকাশ করেন।

তিনি বলেন, গাজীপুর ও আশুলিয়ায় সাম্প্রতিক সহিংসতায় যারা অংশ নিয়েছিলেন তাদের অনেকেই পোশাক শ্রমিক ছিলেন না। 

'এছাড়াও তাদের মধ্যে কয়েকজনের বয়স ১৮ বছরের কম ছিল, যারা কখনোই গার্মেন্টস শ্রমিক হতে পারে না, কারণ বাংলাদেশের কোনো পোশাক কারখানা শিশুশ্রমের অনুমতি দেয় না,' যোগ করেন তিনি।

আমিরুল হক আমিন জানান, বিএনপি ও জাতীয় পার্টি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিকে সমর্থন করলে তাদের সন্দেহ সৃষ্টি হয়।

সাম্প্রতিক মজুরি বোর্ডের বৈঠকে শ্রমিক সংগঠনগুলো ন্যূনতম মজুরি ২০ হাজার ৩৯৩ টাকা করার প্রস্তাব করলেও কারখানা মালিকরা ১০ হাজার ৪০০ টাকা দেওয়ার সুপারিশ করেন।

আমিরুল হক আমিন লিখিত বক্তব্যে বলেন, 'মালিকদের এত কম মজুরি দেওয়ার প্রস্তাবই শ্রমিক অসন্তোষের মূল কারণ।'

'একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে,' যোগ করেন তিনি।

তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান, তারা যেন কোনো কারখানায় ভাঙচুর না করে এবং সড়কে অশান্তি না করে।

তিনি বলেন, 'মজুরি বোর্ড এখনো ন্যূনতম মজুরি ঘোষণা করেনি, তাই ধৈর্য ধরুন।'

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইবিসির ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের শ্রমিক শাখা বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের নেতা কাওসার আহমেদ পলাশ।

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

Crowds spilled over into surrounding areas, with large gatherings seen in Farmgate, Karwan Bazar and nearby localities

2h ago