ছয় মাসে লিড সনদ পেয়েছে ২৪ পোশাক কারখানা: বিজিএমইএ

লিড সনদ, পরিবেশবান্ধব পোশাক কারখানা,
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল গত ছয় মাসে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ দিয়েছে বাংলাদেশের ২৪টি পোশাক কারখানাকে।

আজ বুধবার বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এক বিবৃতিতে জানিয়েছে, এর মধ্যে ১৬টি কারখানাকে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে ও আটটিকে গোল্ড ক্যাটাগরির রেটিং দেওয়া হয়েছে।

বিজিএমইএ বলেছে, 'পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে দেশকে বৈশ্বিক নেতৃত্বের দিকে এগিয়ে নিতে এই অগ্রগতি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ফল।'

নতুন ২৪টি কারখানার মাধ্যমে বাংলাদেশ টেকসই ফ্যাশনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যার মধ্যে ৭৬টি প্লাটিনাম-রেটেড এবং ১১৬টি গোল্ড-রেটেডসহ ২০৬টি লিড সনদ পাওয়া পরিবেশবান্ধব ফ্যাক্টরি আছে।

বিজিএমইএ জানায়, বিশ্বের শীর্ষ ১০০টি এলইইডি পরিবেশবান্ধব কারখানার তালিকায় বাংলাদেশের ৫৪টি কারখানা আছে। যার মধ্যে শীর্ষ ১০টির মধ্যে ৯টি ও শীর্ষ ২০টির মধ্যে ১৮টি বাংলাদেশের।

এতে বলা হয়, 'এই অর্জন আরও বিনিয়োগ আকৃষ্ট করবে এবং টেকসই উৎপাদনে বিশ্বে বাংলাদেশের নেতৃত্বকে সুদৃঢ় করবে।'

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rises 30% in July

Migrants sent home $2.47 billion in the first month of the current fiscal year

5h ago