দূর হয়েছে এলসি জটিলতা, এসএস পাওয়ার প্ল্যান্টে কয়লা খালাস শুরু

প্রতীকী ছবি | সংগৃহীত

চট্টগ্রামের বাশঁখালীতে অবস্থিত এসএস পাওয়ার প্ল্যান্টে কয়লা খালাস শুরু হয়েছে।

শনিবার দুপুর থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কুতুবদিয়া চ্যানেল এলাকায় সাগরে অপক্ষেমান মাদার ভ্যাসেল থেকে পাওয়ার প্ল্যান্টের জেটিতে কয়লা আনা শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এতে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দূর হলো। বর্তমানে এই কেন্দ্রের এক নম্বর ইউনিটে ৬১২ মেগাওয়াট উৎপাদন হচ্ছে।

সূত্র জানিয়েছে, এসএস পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে এলসি জটিলতা দূর করার জন্য ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। এরপর গত বৃহস্পতিবার আটকে থাকা তিনটি এলসির মধ্যে একটির পেমেন্ট দেওয়া হয়।

এসএস পাওয়ার প্ল্যান্টের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইবাদত হোসাইন ভূঁইয়া বলেন, বাকি দুটি এলসির পেমেন্টও কয়েক দিনের মধ্যে করা হবে বলে জানিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। জাহাজে ৫৪ হাজার ১৬৩ মেট্রিক টন কয়লা রয়েছে, এই কয়লা খালাস করতে প্রায় ছয় দিন সময় লাগবে। এর মধ্যে বাকি দুই জাহাজের কয়লা খালাসের ব্যবস্থা হবে বলে আশা করছি।

সংশ্লিষ্টরা আরও জানান, এসএস পাওয়ার প্ল্যান্টের জন্য ইন্দোনেশিয়া থেকে এক লাখ ৬৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ১১, ১৫ ও ২৪ আগস্ট তিনটি জাহাজে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। কিন্তু নির্দিষ্ট সময়ে ইসলামী ব্যাংকের এলসি পেমেন্ট না পাওয়ার কারণে ইন্দোনেশিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান কয়লা খালাস বন্ধ রাখে।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago