শাহ আমানতে আবারও ফিরছে ফ্লাই দুবাই

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বাড়ছে আন্তর্জাতিক রুটের ফ্লাইট।
প্রায় ১০ মাস বন্ধ রাখার পর আবারও এই বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনায় ফিরছে আরব আমিরাতভিত্তিক এয়ারলাইনস ফ্লাই দুবাই।
বিদেশি এই এয়ারলাইনস জানিয়েছে, চট্টগ্রাম থেকে প্রতিদিন একটি করে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে তারা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর থেকে আবারও ফ্লাই দুবাইয়ের ফ্লাইট শুরু হবে।
সেপ্টেম্বরের শুরুতে ওমানভিত্তিক সালাম এয়ার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অপারেশন চালু করেছে। এতে আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনে আবারও গতি বাড়ছে।
সংশ্লিষ্টরা জানান, কার্যক্রম গুটিয়ে নেওয়া এয়ারলাইনসগুলো ফিরতে শুরু করায় প্রাণ ফিরে পাচ্ছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, নর্দান চায়নাসহ আরও কয়েকটি সংস্থা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে।
সূত্র জানায়, যাত্রী সংকটে শাহ আমানত বিমানবন্দর থেকে গত বছরের ১ সেপ্টেম্বরে সালাম এয়ার এবং ডিসেম্বরে ফ্লাই দুবাই তাদের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছিল। তবে বছর ঘুরতেই ফের তারা কার্যক্রম শুরু করেছে।
গত ১৮ সেপ্টেম্বর থেকে সালাম এয়ার সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করছে। ২৬ অক্টোবর থেকে সপ্তাহে সাতটি ফ্লাইট চালু করার পরিকল্পনা নিয়েছে ফ্লাই দুবাই। এছাড়া, নর্দান চায়নাসহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এই রুটে আসতে চাচ্ছে, জানিয়েছে সূত্র।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল বলেন, 'ফ্লাই দুবাই ২৬ অক্টোবর থেকে আবারও ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে। মধ্যপ্রাচ্য ও চায়নাভিত্তিক আরও কয়েকটি এয়ারলাইনসের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, শিগগির তারা শাহ আমানতে ফ্লাইট পরিচালনা শুরু করবে।'
ফ্লাই দুবাইয়ের কর্মকর্তারা জানান, ২০১১ সালে চট্টগ্রাম-দুবাই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করেছিল তারা।
Comments