চট্টগ্রামে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ১০০ টন গার্মেন্টস পণ্য জব্দ

ফোর এইচ গ্রুপের বন্ডেড ওয়্যারহাউজ থেকে জব্দ করা পণ্য। ছবি: স্টার

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গার্মেন্টস পণ্যের বিপুল পরিমাণ কাঁচামাল একটি বন্ডেড ওয়্যারহাউজ থেকে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দারা বলছেন, চট্টগ্রামের দেওয়ানহাট এলাকার ফোর এইচ গ্রুপের বন্ডেড ওয়্যারহাউজ থেকে জব্দ করা পণ্যগুলো খোলা বাজারে বিক্রি করার জন্য মজুদ করা হয়েছিল। রোববার বিকেলে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়।

জব্দ পণ্যগুলো ৭টি কাভার্ড ভ্যানে করে কাস্টমসের নিলাম শেডে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

শুল্ক গোয়েন্দার চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা জানান, রপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা অন্তত ১০০ টন নিট ফেব্রিকস খোলাবাজারে বিক্রি করার উদ্দেশ্যে এখানে জড়ো করা হয়েছিল। এসব পণ্য কয়েক হাজার বস্তায় রাখার কারণে ইনভেন্টরি করতে দেরি হচ্ছে।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, 'খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে ফোর এইচ গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের পণ্য রপ্তানি না করে এখানে এনে জমা করা হয়েছিল। আইন অনুযায়ী বন্ডেড প্রতিষ্ঠানের গুদামে অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য রাখার সুযোগ নেই।'

এ ঘটনায় কী পরিমাণ রাজস্ব ফাঁকি হয়েছে তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। পণ্য ইনভেন্টরি ও নথিপত্র যাচাই করতে দুই-তিন দিন সময় লাগবে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে যুগ্ম পরিচালক সাইফুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'এখনো অভিযান চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।'

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago